charmonai

এহসানুল হক সোহান, ময়মনসিংহ প্রতিনিধি: গতকাল(১লা অক্টোবর’১৮) সোমবার বাংলাদেশ মুজাহিদ কমিটি ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক সরকারী নজরুল একাডেমি মাঠে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।

বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম দা.বা.শায়খে চরমোনাই। মাহফিলের পূর্বে শায়খে চরমোনাই দা.বা.কে ভরাডোবা বাজার থেকে বিশাল শো-ডাউনের মাধ্যমে রিসিভ করে ত্রিশাল নিয়ামতিয়া হাফিজিয়া মাদরাসা পর্যন্ত আনা হয়।

মাহফিলের শেষের দিকে বিশাল জনসমুদ্রের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-৭(ত্রিশাল) আসনের হাতপাখার প্রার্থী মাওলানা মুহাম্মাদ আজিজুল হককে পরিচয় করিয়ে দেন।

Facebook Comments