kcc

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ বুধবার (২৫ এপ্রিল) সকাল থেকে নগরীর সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড, বাইপাস সড়ক, মসজিদ রোড, বাস কাউন্টার, সোনাডাঙ্গা মেইন রোড, মহিলা ক্রীড়া সংস্থা, আল ফারুক সোসাইটি, খোড়ার বস্তি, খালিশপুর আলমনগর সহ বিভিন্ন স্থানে খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওঃ মুজ্জাম্মিল হক তার প্রতীক হাতপাখা নিয়ে দিনব্যাপী গণসংযোগ করেন।

এসময় তার সাথে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মুহা. নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী আমানুল্লাহ, সৌদিআরব সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ্, নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, মোল্লা রবিউল ইসলাম তুষার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিরুজ্জামান মুকুল, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ, আবুল হোসেন, মোঃ মোশারেফ হোসেন, মাওঃ সোহরাব হোসেন, মাওঃ হাফিজুর রহমান, আবু হানিফ ভান্ডার, মোঃ ফজলুল করীম, মোঃ তানভীর মাহমুদ, ইসলামী যুব আন্দোলন জেলা সাধারণ সম্পাদক হাফেজ নাজিম ফকির, ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শেখ আমিরুল ইসলাম, নগর সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

গণসংযোগে মেয়র প্রার্থীর হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতি মুক্ত একটি মডেল নগরীর গড়ে তোলার আহবান জানান।

Facebook Comments