gazipur city election

আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। সিটি নির্বাচনে মেয়র পদে প্রিন্সিপাল নাসির উদ্দিন হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর বাংলাদেশের সর্ব বৃহৎ সিটি কর্পোরেশন। একে উন্নত, সমৃদ্ধ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে হলে একজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নগর মেয়রের বিকল্প নেই। সেই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে হাতপাখা প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার নির্দেশ দিয়েছেন।

আমি আশা করি জনগণ আমাকে ও আমার দলকে হাতপাখায় ভোট দিয়ে নির্বাচিত করে তাদের স্বপ্নের নগরী উপহার দিতে সুযোগ করে দিবে।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন, যুগ্ম মহাসচিব ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি মিজনুর রহমান ফয়েজি, ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব ফাইজ উদ্দীন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবুল খায়ের, ইসলামী আন্দোলনের নগর সেক্রেটারি মাওলানা মুফতি হুসাইন আহমাদ, জেলা সেক্রেটারি জনাব আবুবকর সিদ্দিক, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ মঈন উদ্দীন আজাদী, নগর সহ-সভাপতি এইচ এম সাইদুর রহমান, নগর সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি জনাব মুহাম্মাদ আব্দুর রহিম, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহা. মশিউর রহমান, মহানগর সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুঁইয়াসহ প্রমুখ জেলা ও নগর নেতৃবৃন্দ।

Facebook Comments